সংক্ষেপে:- Indian post office স্বল্প সঞ্চয় সুদের হার অপরিবর্তিত।
ডাকঘরের সঞ্চয় প্রকল্প গুলির সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র । আগামী 2022 এর 31 শে মার্চ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এপ্রিলের নতুন করে সুদের হার ঘোষণা করবে কেন্দ্র । এর ফলে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকল্পগুলিতে যে সুদের হার ধার্য ছিল, আগামী তিন মাস তাই থাকবে। এখন ডাকঘরের সেভিংস একাউন্ট এর সুদের হার বার্ষিক 4 শতাংশ অন্যান্য প্রকল্প গুলির মধ্যে পিপিএফ 7.1 এমএসসি 6.8 এবং এমআইএস 6.6 , সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 7.4 , এক বছরের টাইম ডিপোজিট 5.5 , পাঁচ বছরের টাইম ডিপোজিট 6.7, সুকন্যা সমৃদ্ধি 7.6 এবং কিষান বিকাশপত্র 6.9 শতাংশ (মেয়াদ 124 মাস) হারে সুদ দেবে