মাধ্যমিক যোগ্যতায় 400 শূন্যপদে আশা কর্মী নিয়োগের আবেদন চলছে

 14/01/2022] Debasish: মাধ্যমিক যোগ্যতায় 400 শূন্যপদে আশা কর্মী নিয়োগের আবেদন চলছে।



পদের নাম:- 

মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন মহকুমায় কয়েকশো শূন্য পদে বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ। এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি নিজের গ্রামের বাইরের অন্য কোন  গ্রামের জন্য আবেদন করতে পারবেন না।

কর্মস্থল :-

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদন করার লাস্ট তারিখ:-

24/01/2022

এখানে আবেদন করতে হলে আপনাকে কোন টাকা দিতে হবে না ,আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।




আবেদনকারীর বয়সের সময়সীমা:-

 আবেদনকারীকে অবশ্যই 1/01/2021 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে । তবে এখানে  ST/SC আবেদনকারীরা 22 বছর বয়স হলে আবেদন করতে পারবেন।

শূন্য পদ:-

 বিভিন্ন মহাকুমার কয়েক শত শূন্য পদ রয়েছে বিস্তারিত শূন্যপদের জানতে নিচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশন টি ভাল করে দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা ও বেতন :-

আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকতে হবে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে থাকে তবুও আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বিবাহিত ,বিধবা, বিবাহ বিচ্ছিন্ন হতে হবে। যদি বয়স হয়ে থাকে এবং অবিবাহিত হয়ে থাকে তবুও এখানে আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি :-

অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদনপত্রটির নিজের বিডিও অফিসে জমা করতে হবে এবং আবেদনপত্রটি আপনারা কিভাবে জমা করবেন এবং তার সঙ্গে আপনারা কি কি আপনার ডকুমেন্ট অ্যাটাচ করবেন তা জানার জন্য অফিশিয়াল নোটিফিকেশন টা ভালো করে  দেখে নিন।


                                                Notification

Post a Comment (0)
Previous Post Next Post