সরকার দিয়েছে বিনা পুঁজিতে ব্যবসা করার সুযোগ

 

সরকার দিয়েছে বিনা পুঁজিতে ব্যবসা করার সুযোগ অর্থাৎ, আপনি অনলাইনের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করতে পারেন। যত খুশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে কোন লিমিট নেই।


আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না সরকার অনেক দিন আগেই একটি অনলাইন পোর্টাল লঞ্চ করেছিল।  পোর্টালটি আমরা যে নামে জানি (তথ্য মিত্র কেন্দ্র অথবা কমন সার্ভিস সেন্টার CSC অনেকেই আবার ডিজিটাল সেবা কেন্দ্র) বলেও এই পোর্টালটি সম্বন্ধে জানেন । সরকার এই পোর্টালটি বিনা পয়সায় প্রোভাইড করছে। অর্থাৎ এই পোর্টাল নিতে হলে আপনাকে কোনরকম টাকা পয়সা দিতে হবে না। আপনি এই পোর্টালের মাধ্যমে অনলাইন অনেক কাজ করতে পারবেন।

 কি কি কাজ করতে পারবেন চলুন একটু বিস্তারিত জেনে নেই:-

 আধারের সমস্ত রকম কাজ, এগ্রিকালচারের সমস্ত রকম কাজ, ব্যাংকিং ,এবং পেনশন ,এডুকেশন, ইলেকশন ইলেকট্রিক, গভারমেন্টের সমস্ত রকম কাজ, হেলথ সার্ভিস, ইন্সুরেন্স,  ট্রাভেল, এরকম আরো বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন এবং বিনা পয়সায় এই পোর্টালটি আপনারা নিতে পারেন।

এই পোর্টালটি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে:-

 এই পটলটি নেওয়ার জন্য সর্ব প্রথমে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে যে গুগল বাউজার টি রয়েছে সেখানে টাইপ করুন সিএসসি রেজিস্ট্রেশন , এবং সর্বপ্রথম যে অপশনটি পাবেন সেই অপশনে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে এবং সেই পেজে আপনারা  হোম, অ্যাপ্লাই, মাই একাউন্ট, টুলস, এরকম চারটি অপশন পাবেন। দু নাম্বার যে অপশনটা রয়েছে (অ্যাপ্লাই) আপনারা সেখানে ক্লিক করবেন । এখানে আপনারা আরো চারটি অপশন পাবেন প্রথম অপশন নিউ রেজিস্ট্রেশন, স্ট্যাটাস চেক ,আপডেট ইউ আই ডি টোকেন, এবং সবশেষে দেখতে পারবেন টিইসি সার্টিফিকেট , লেখা রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে, নিউ রেজিস্ট্রেশন সেখানে ক্লিক করবেন এবং আপনি দেখতে পারবেন আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সর্বপ্রথম সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ ক্লিক করতে হবে। সবার প্রথম যে CSC VLE  দিয়ে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত আপনার TEC সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিবেন। TEC সার্টিফিকেট নাম্বার কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি ।তার আগে আপনারা এই ফর্মটি কিভাবে করবেন ।তিন নাম্বার অপশন আপনার ভেলিট Mobile Number সেটা এখানে বসিয়ে দিবেন । তারপর ক্যাপচার কোড টা দিয়ে নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন।

TEC সার্টিফিকেট নাম্বার পাওয়ার জন্য আপনি আবার এই পেজে উপরে APPLY  অপশনটা রয়েছে, সেখানে ক্লিক করবেন । সেখানে দেখতে পারবেন TEC সার্টিফিকেট চার নাম্বার অপশনে রয়েছে, সেখানে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনারা দুটো অপশন পাবেন প্রথমটি হচ্ছে যাদের আগে থেকে সিএসসি সেন্টার রয়েছে এবং TEC সার্টিফিকেট নাম্বারটা নেই তারা এখান থেকে TEC সার্টিফিকেট নাম্বারটা সংগ্রহ করতে পারেন।  দ্বিতীয়টি হচ্ছে যারা নিউ রেজিস্ট্রেশন করছেন তারা এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে ।








রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে এবং এই পেজটি আপনাকে ফিলাপ করতে হবে আপনার নাম ,বয়স, জেন্ডার, গার্জিয়ানের নাম, এবং আপনার CSC সেন্টারের একটা সামনের ফটো এবং একটা ভিতরের ফটো এবং একটি ক্যানসেল চেক, এবং আপনার রঙিন পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত আপলোড করে আপনাকে এই ফর্মটি ফিলাপ করতে হবে ফিলআপ করার পর আপনাকে কিন্তু একটি স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে আপনি সেই স্টাডি ম্যাটেরিয়াল পড়ে অনলাইনের মাধ্যমে এখানেই এক্সাম দিতে পারবেন ,

অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার জন্য লক চিহ্ন পাবেন সেখানে ক্লিক করে আপনি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে এক্সামটি সম্পন্ন করুন। তারপর আপনাকে CSC তরফ থেকে TEC সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং সেই সার্টিফিকেটে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা এই CSC রেজিস্ট্রেশন প্রসেসে বসিয়ে দিবেন। এরপর আপনার সামনে আরেকটি ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে CSC রেজিস্ট্রেশনের জন্য কিছু ডিটেলস দিতে হবে । আপনি সমস্ত ডিটেইলস দিয়ে যখন সাবমিট করবেন, CSC তরফ থেকে আপনাকে একটা গভমেন্টের জিমেল অর্থাৎ ডিজি মিল (DGMAIL)  দেওয়া হবে। এবং আপনি সেই মেলেই কিন্তু আপনার সিএসসি আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এভাবেই আপনাদের CSC সেন্টার খুলে আনলিমিটেড ইনকাম করতে পারেন ফ্রি তে।

Post a Comment (0)
Previous Post Next Post