আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক নেই ভাবছেন লিংক করবেন এই মুহূর্তে লিংক করতে গেলে হাজার টাকা লাগবে। আপনি কি ঠিক এটাই ভাবছেন ?
আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন টাকা ছাড়াই আধার কার্ডের সঙ্গে লিংক করার সঠিক পদ্ধতি।
ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে অথবা ব্যাংকে পঞ্চাশ হাজার টাকার বেশি রাখা বা তোলার ক্ষেত্রে এখন প্যান কার্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ নতি হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের দিনে আপনার প্যান কার্ড না থাকলে আপনি অবশ্যই আপনার প্যান কার্ড তৈরি করে নিন। তাছাড়া প্যান কার্ড একটি আইডিএনটিফিকেশন হিসাবেও গণ্য করা হয়। প্যান কার্ড তৈরি করার জন্য আপনি যোগাযোগ করতে পারেন আপনার নিকটতম সিএসসি সেন্টার অথবা তথ্য মিত্র কেন্দ্রে খুব অল্প মূল্যেই কিন্তু আপনি এই প্যান কার্ড তৈরি করতে পারেন।
আধার কার্ড এখন একটি গুরুত্বপূর্ণ নথি সেই সঙ্গে প্যান কাটো একটি গুরুত্বপূর্ণ নথি । আধার কার্ড আর প্যান কার্ড লিংক করার কথা সেন্ট্রাল গভমেন্টের তরফ থেকে অনেক আগেই ডেট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছেন, অনেকে আবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারেননি।
অনেকে লিংক করতে পারেনি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের মিল নেই, যেমন নামের বানাম ভুল অথবা জন্ম তারিখ ভুল রয়েছে। এই সমস্ত কারণে আপনারা হয়তো অনেকেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারেননি।
সেই ক্ষেত্রে আপনাদের যাদের আধার কার্ড সঙ্গে প্যান কার্ডের মিল নেই, অর্থাৎ জন্ম তারিখ অথবা নামের বানান ভুল রয়েছে সেই ক্ষেত্রে আপনারা বিনা পয়সায় আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে আপনার প্যান কার্ডটি পুনরায় আপডেট করতে হবে ,অর্থাৎ আপনার যে প্যান নাম্বার রয়েছে অর্থাৎ পার্মানেন্ট একাউন্ট নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটায় থাকবে শুধু আপনি আপনার প্যান কার্ডের কারেকশন করাবেন। এই কারেকশনটা আপনি আপনার আধার কার্ডের ডিটেলস দিয়ে করাবেন। যদি আপনি আপনার আধার কার্ডের ডিটেলস দিয়ে আপনার প্যান কার্ডটি কারেকশন করেন সে ক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ড অটোমেটিক লিংক হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনাকে কোনরকম টাকা-পয়সা দিয়ে অথবা ভর্তুকি দিয়ে লিঙ্ক করাতে হবে না।
লিংক করানোর জন্য আপনি যোগাযোগ করতে পারেন আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে অথবা তথ্য মিত্র কেন্দ্র।
কারেকশন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট এর প্রয়োজন
আপনার যে প্যান কার্ড টি কানেকশন করতে চান সেই প্যান কার্ড ,
আধার কার্ড
দুই কপি ফটো।