আধার কার্ডের পিছনে যে QR কোড রয়েছে সেটি কি কাজে লাগে জানেন না ৯৯% মানুষই।
আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার আধার কার্ডের পিছনে একটি QR কোড রয়েছে ,এই QR কোডটি আপনি কি কাজে ব্যবহার করতে পারবেন অথবা এই কিউআর কোডটি কি কাজে লাগে।
আপনারা সকলেই জানেন বর্তমান দিনে আধার কার্ড হল একটি গুরুত্বপূর্ণ নতি । আপনি এই আধার কার্ড ছাড়া আপনার কোন গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন না। যেমন জমির দলিলের কাজ করা ব্যাংকে কাজ করা কিংবা টাকা পয়সা লেনদেন করা, তাছাড়া আরো অন্যান্য অনেক কাজ রয়েছে যেখানে আপনার আধার কার্ড ছাড়া সেই কাজটি আপনারা করতে পারবেন না।
তবে আপনি কি জানেন এই QR কোড এ কি সংরক্ষিত থাকে ?
প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের দিনে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। প্রত্যেকের আধার কার্ডের পিছনের দিকে ডান দিকে কোনায় QR কোড থাকে। আপনারা হয়তো সকলেই দেখেছেন কিন্তু দেশের 99% মানুষ জানেন না এটার আসল অর্থটা কি।
আধার কার্ডের পিছনে দেওয়া QR
কোড এ আপনার সমস্ত
রকম গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। যেমন
আপনার নাম ঠিকানা বয়স
জন্ম তারিখ লিঙ্গ এবং
ছবি। এছাড়াও
এই QR কোড এ
আপনার লিংক করা মোবাইল
নাম্বার এবং ইমেইল আইডি
রয়েছে যা আপনি এই
আধার কার্ডে দেখতে পাবেন
না। আপনি
আধার কার্ডের পিছনে প্রিন্ট করা
যে QR কার্ড রয়েছে, সেই
QR কোড স্ক্যান করলে
আপনার পরিচয় যাচাই
করতে পারবেন। এক্ষেত্রে
UIDAI এর যে অফিসিয়াল
মোবাইল অ্যাপ আধার QR কোড
স্ক্যানার,
QR কোড এর মাধ্যমে
আপনার পরিচয় যাচাই করতে
ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে
এই অ্যাপটি আপনারা
গুগল প্লে স্টোর থেকে
পেয়ে যাবেন। আঁধারে
এই QR কোডটি দেওয়ার
মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে
নকল থেকে বাঁচতে এবং
আপনার পরিচয় পত্র যাচাই
করার জন্য UIDAI আধার
QR কোড ব্যবহার করে থাকে।
অনেক সময় আঁধার কার্ড নকল
করে অনেক গুরুত্বপূর্ণ কাজে
কিন্তু ব্যবহার করা হয়।
সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজে
যেন নকল আধার কার্ড
ব্যবহার করা না যায়
তার জন্য UIDAI আধারের
পিছনে এই QR কোডটি
দিয়েছে। এক
কথায় বলা যেতে পারে
QR কোডএ কিন্তু আপনার সমস্ত পরিচয়
রয়েছে
তবে এখানে কিন্তু আধার কার্ডের যে QR কোড রয়েছে সেই QR কোড সকলের জন্য আলাদা আলাদা QR কোড রয়েছে , অর্থাৎ এক একটি আধার কার্ডের জন্য এক একটি QR কোড রয়েছে। আপনার আধার কার্ডে যে QR কোড রয়েছে সেই QR কোড কিন্তু অন্য কারো QR কোডের সঙ্গে মিল থাকবে না।